Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

জেনুইন আর পাইরেটেড উইন্ডোজ








জেনুইন আর পাইরেটেড উইন্ডোজ অসুবিধা:




১.পাইরেটেড উইন্ডোজ এক্টিভেট করা হয় যেসব প্যাঁচ দিয়ে ঐসবে মালওয়ার থাকার সম্ভাবনা 90%। আর জেনুইন গুলোতে একটা কী দিয়ে এক্টিভেট করতে হয়।

২. ডাটা সুরক্ষিত থাকেনা যেহেতু আপনি মাইক্রোসফটের কিছু সার্ভিস বাইপাস করতেছেন।(ব্যাংকিং এর ক্ষেত্রে বেশি রিস্ক থাকে)। জেনুইন এদিক দিয়ে মোটামুটি সুরক্ষিত।(হ্যাক করা যায়না তা বলিনাই)



৩. জেনুইন এর তুলনায় পাইরেটেড গুলোতে হালকা স্লো আর ল্যাগ বেশি থাকে অধিক দিন ইউজ করলে।(একই হার্ডওয়ার পিসিতে)।

8. পাইরেটেড নির্দিষ্ট সময়ের জন্য হয়। আর লাইফটাইম হলেও বেশিদিন ব্যাবহার করলে অনেক ঝামেলা করে। আর জেনুইন সারাজীবনের জন্য।

৫. কাস্টমার সাপোর্ট থাকেনা। আর জেনুইন এ থাকে।

সুবিধা::::::::::::::::::::::::::::::::::::::

১. পাইরেটেড উইন্ডোজ ফ্রী। আর জেনুইন টাকা দিয়ে কিনতে হয়।

২. একই আপডেট পাবেন জেনুইন আর পাইরেটেড এ।

৩. সাধারণত যারা ইন্টারনেট ব্যাবহার করেন না তারা নিশ্চিন্তে পাইরেটেড ব্যাবহার করতে পারবেন। ইন্টারনেট ইউজার হলে দেখবেন kms সবসময় ডাটা অথবা হার্ড ডিস্ক এর কিছু স্পেস দখল করে রাখে।

৪. ভাব ধরা যায়(দেখ বেটা তোর টাকার জিনিস আর আমার মাগনা জিনিস একই) দুঃখিত মজা করার জন্য।

উইন্ডোজের দাম এবং ধরন:::::::::::::::::::::::::::::::::::

তিন রকমের উইন্ডোজ লাইসেন্স আছে 

১: ভলিউম ম্যাক (সবথেকে দাম কম আর ইন্টারনেটে ফ্রী তেও পাওয়া যায়)

২.OEM (এটার দাম ও কম 300-500 তেও পাওয়া যায় এটা হার্ডওয়ার এর সাথে ইন্টিগ্রেট হয়ে যায়। মানে একই কী আবার অন্য কম্পিউটারে ব্যবহার করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়।)

৩. Retail (সবথেকে দামী আর এটা বার বার ব্যাবহার করা যায় দাম 2000-22000 পর্যন্ত আছে ওয়েবসাইট ভেদে)

বি দ্র: দয়া করে কোনো ইনফরমেশন ভুল পেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ ভুলের উর্ধে নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন