Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ডায়েটের পরে চুল পরে গেলে কি করবেন

আসসালামু আলাইকুম!  


ডায়েটের পরে আমারও অনেক চুল পড়ে গেছে!  কিন্তু এখন অনেকটা কম!
  কম বলতে পড়েই না তেমন, আপুরা ট্রাই করতে পারেন  মেথি সারারাত ভিজিয়ে রেখে সকালে কালোজিরা, পেয়াজ দুইটা আর ভেজানো মেথি ব্লেন্ড করে নিবেন তারপর ২/৩ চামুচ টকদই সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে  মাথায় দিতে হবে আগেরদিন রাতে চুলে তেল দিয়ে পরের দিন সকালে ব্লেন্ড করা সব চুলের গোড়ায় ভালো করে লাগাবেন গোসোলের সময় চুলে পরিষ্কার করে ফেলবেন shampoo দিয়ে!  প্রথমে ৩ দিন পর পর দিবেন, পরে যখন চুল পড়া কমে যাবে তখন, ৫ /৬ দিন পর পর দিবেন অবশ্যই চুলগুলো বারবার চিরুনি করে গুছিয়ে রাখবেন, সারাদিন আর রাতেও!  আমি এভাবে ইউজ করেছি ২৫/২৬ দিন হয়েছে মেবি বলতে গেলে চুল পড়া একদমই কমে গেছে আগে তো চিরুনি ভর্তি চুল উঠতো সেখানে এখন ৩/৪ টা চুল দেখি চিরুনি তে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন