Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

শহীদ আফ্রিদি করোনা মুক্ত

শহীদ আফ্রিদি করোনা মুক্ত

মহামারী করোনাভাইরাস জয় করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। বৃহস্পতিবার বিকালে মেয়েদের সঙ্গে ছবি পোস্ট করে নিজের করোনা মুক্তির খবর দেন পাকিস্তানের এ তারকা ক্রিকেটার।




টুইটারে আফ্রিদি লেখেন, আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী ও কন্যারা, আকসা ও আনশা কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর ফের পরীক্ষা করিয়েছি এবং তারা এখন করোনামুক্ত। আমাদের জন্য দোয়া করায় সবার প্রতি কৃতজ্ঞ এবং সৃষ্টিকর্তা যেন আপনাদের সবাইকে ভালো রাখেন। এখন পরিবারকে সময় দেয়ার পালা। আমি এটা খুব মিস করেছি।

এর আগে গত ১৩ জুন টুইটারে করোনা আক্রান্তের খবর নিশ্চিত করে শহীদ আফ্রিদি লেখেন, বৃহস্পতিবার থেকেই অস্বস্তি লাগছিল আমার। শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম। এরপর কোভিড-১৯ টেস্ট করাই। দুর্ভাগ্যবশত পরীক্ষার ফল পজিটিভ এসেছে। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চাইছি। ইনশাআল্লাহ।

শহীদ আফ্রিদি পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৩৯৮টি ওয়ানডে ও ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১১টি সেঞ্চুরি আর ৫১টি ফিফটির সাহায্যে ১১ হাজার ১৯৬ রান সংগ্রহের পাশাপাশি ৫২৪ ম্যাচে বল হাতে শিকার করেন ৫৪১ উইকেট।

Rupomoy.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন